বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, সংসদেও যাবে: আইনমন্ত্রী

 

বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিএনপি যে একেবারেই সংসদে যাবে না, তা মনে করি না। আশা করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যে সময় আছে, সে সময়ের মধ্যেই তারা সংসদে যাবে।

‘যদি বিএনপি সংসদে না যায়, তাহলে জনগণই দেখবে তাদের কী পরিণতি হয়। আমার এ বিষয়ে বলার কিছু নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে টিআইবি প্রতিবেদন নিয়ে মন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

তবে তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ওই প্রতিবেদন হাতে না পাব, ততক্ষণ কিছু বলব না।

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, যুবলীগ নেতা আতাউর রহমান, আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ