তারেক রহমানের এপিএস অপু কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নূরুদ্দীন আহম্মেদ অপুকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাচনের আগে টাকা ছড়ানোর অভিযোগের একটি মামলায় ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ধানের শীষের এ প্রার্থী ছিলেন অপু। ৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করে র‌্যাব।

আটকের পর তাকে নির্বাচনের আগে মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় মুদ্রা পাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জানুয়ারি অপুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

রিমান্ড শেষ হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম দুপুরে অপুকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে অপুর পক্ষে আইনজীবী তরিকুল ইসলামসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ