পূর্বধলায় ৯ বস্তা সরকারি চাল জব্দ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী অসহায় ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্টা বাজারে রাবেয়া খাতুন নামে এক নারীর ঘর থেকে ওই চাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার রিকশাচালক কামাল মিয়া ৯ বস্তা চাল একই এলাকার বকুল মিয়ার কাছে নিয়ে যান। তিনি ওই চালগুলো ক্রয় করেন। পরে তা বাট্টা বাজারে রাবেয়া খাতুন নামে এক নারীর ঘরে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে সরকারি চালগুলো জব্দ করে। পরে পুলিশ জব্দ করা ওই চালগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে।

আগিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল বলেন, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হয়েছে। জব্দ করা চাল আমার জিম্মায় আছে।

তবে ওই চালের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন স্থানীয় ডিলার নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান, আটক হওয়া চালগুলো সরকারি চাল। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ