পাঁচ কোম্পানির বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ারের দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসই থেকে এ পাঁচটি কোম্পানির বিষয়ে পৃথক পৃথক পাঁচটি বার্তা প্রকাশ করা হয়।

পাঁচটি কোম্পানি হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং সায়হাম টেক্সটাইল।

ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৬ জানুয়ারি নোটিশ পাঠানো হয়। এর জবাবে প্রতিটি কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

কর্ণফুলী ইন্স্যুরেন্স: ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ২০ পয়সা। এটাকেই অস্বাভাবিক বলছে ডিএসই।

বিডি ওয়েল্ডিং: জেড গ্রুপের কোম্পানিটির শেয়ারের দাম ১৪ থেকে ১৬ জানুয়ারি এই দুই কার্যদিবসে বেড়েছে ৩ টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: ৭ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ার দাম ১৪ থেকে ১৬ জানুয়ারি এই দুই কার্যদিবসে বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা।

সায়হাম টেক্সটাইল: কোম্পানিটির শেয়ার দাম ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা।

 

টাইমস/এইচইউ

Share this news on: