বাবার কৃপণতায় মাসহ ড্যাফোডিল ভার্সিটি ছাত্রের আত্মহত্যা!

বাবার সঙ্গে অভিমান করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার মাকে সঙ্গে নিয়ে অত্মহত্যা করেছেন। গভীর জঙ্গলে গিয়ে বিষপানে তারা আত্মহত্যা করেছেন। তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের নিতাই চন্দ্র বর্মণের স্ত্রী স্বরস্বতী বর্মণ (৪৭) ও তাদের ছেলে ঢাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রবীন্দ্র চন্দ্র বর্মণ (২২)। ঘটনাটি ঘটেছে বুধবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমষট্ট গ্রামে। এ ব্যাপারে ওই ছাত্রের বোন ডলি রানী বর্মণ দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

দুপচাঁচিয়া থানার এসআই জাকির হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরেই তারা উপজেলার আমষট্ট গ্রামের বাড়ির কাছে জঙ্গলে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মা ও রাতে হাসপাতালে ছেলে মারা গেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিতাই চন্দ্র বর্মণের কৃপণতা নিয়ে স্ত্রী স্বরস্বতীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছেলে রবীন্দ্র বাড়িতে আসেন। বাড়িতে খাওয়া-দাওয়া ও সাংসারিক বিভিন্ন বিষয়ে নিয়ে গত মঙ্গলবার থেকে নিতাই চন্দ্র বর্মণের সঙ্গে ছেলে রবীন্দ্রের বাকবিতণ্ডা হয়। তখন মা স্বরস্বতী ছেলের পক্ষ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করেন।
বুধবার দুপুরেও এ নিয়ে নিতাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। বেলা ১টার দিকে মা ও ছেলে বাড়ির কাছে জঙ্গলে গিয়ে একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষপানের পর দুই জন ছটফট করতে থাকেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের দিকে রওনা দেন। পথেই মা স্বরস্বতী বর্মণ মারা গেলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ছেলে রবীন্দ্র বর্মণকে হাসপাতালে ভর্তির পর তিনি রাতে মারা যান।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024