মেক্সিকোয় পাইপ-লাইন বিস্ফোরণে নিহত ২১

মেক্সিকোর মধ্যাঞ্চলের হিদালগো রাজ্যে ছিদ্র হওয়া তেলের পাইপ লাইন বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৭১ জন। খবর দ্য গার্ডিয়ান।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আগুনের শিখা শহরের রাতের আকাশ ছুঁয়ে যেতে দেখা গেছে বলে জানায় গার্ডিয়ান।

মেক্সিকোর হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানিয়েছেন, তিয়াহুয়েলিলপান শহরের কাছে অবস্থিত তেল শোধনাগারে ফুটো হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল বের হতে দেখে স্থানীয় লোকজন সেখান থেকে তেল চুরি করতে ভিড় জমায়। ওই সময়ই সেখানে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে নিহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: