করোনায় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ডা. মাহমুদ মনোয়ার নামে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগ ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। আমরা ডা. মাহমুদ মনোয়ারের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এসময় ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এখন পর্যন্ত দেশে এক হাজার ১৫৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: