করোনার উপসর্গে ভোলার সহকারী জেলা শিক্ষা অফিসারের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ জুন এবিএম খলিলুর রহমানের জ্বর ও কাশি হয়। পরে রোববার তিনি বরিশালে ডাক্তার দেখাতে যান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত দুইদিন আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রাথমিক শিক্ষা অফিসের সকলের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের সঙ্গে আলাপ করে করোনা টেস্ট করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: