আন্তর্জাতিক রুটে ফের বিমান চলাচল শুরু

মহামারী করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ তিন মাস পর দেশে আবারও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে।

পরে রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ যাত্রী নিয়ে কাতারের রাজধানী দোহা’র উদ্দেশ্যে ছেড়ে যায় একই বিমান।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান জানান, আপাতত প্রতি সপ্তাহে কাতার এয়ারওয়েজ তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন রুটে ফ্লাইট চালু করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। এমনকি অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করতে হবে বলে এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: