করোনা: নোয়াখালীতে ওসিসহ আরও ৬২ জন শনাক্ত, মোট ১৪৩৮

নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসিসহ আরও ৬২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১৪৩৮ জন। মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৭২ জন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৬, বেগমগঞ্জে ২১, সোনাইমুড়ীতে ১১, সেনবাগে ৮, কবিরহাটে ৩ ও সুবর্নচর উপজেলায় ৩জন রোগী রয়েছে।

সিভিল সার্জন জানান, গত ১৩ ও ১৪ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। ১৫ জুন রাতে তাদের রিপোর্ট এলে তাতে ৬২ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, গত ৫ জুন থেকে সর্দি জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। পরবর্তীতে ৯ জুন সোনাইমুড়ী বজরা হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। রিপোর্টের ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: