করোনা: সিলেট বিভাগে আক্রান্ত আড়াই হাজার ছাড়াল

সিলেট বিভাগে নতুন করে ২০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১২ জন। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ‌্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে সিলেট জেলায় ৮২ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলায় ৭৮ জনের, ঢাকার পরীক্ষাগারে হবিগঞ্জ জেলার ২২ জনের ও মৌলভীবাজার জেলার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২০৬ জনসহ সিলেট বিভাগে করোনার রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১২।

সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগের মধ‌্যে সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৫ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ১৯৬ জন।

সুনামগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩১ জন।

হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২৬১ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫৭ জন।

মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ‌্যা ২১৫। তাঁদের মধ‌্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: