করোনার ধাক্কা লাগল মাশরাফির পরিবারে

করোনাভাইরাসের ধাক্কা লাগল বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পরিবারেও। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি হোসনে আরা, শ্যালিকা রিপা ও রিপার মেয়ে আগামী। নড়াইলের সিভিল সাজর্ন আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্প্রতি ভিডিও কনফারেন্সে আলোচনা চলাকালে মাশরাফি জানান, তার কিছু আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানেই তিনি আগামীর কথা উল্লেখ করেন।

পরে জানা যায়, প্রথমে করোনায় আক্রান্ত হয় আগামী। এরপর মাশরাফির শাশুড়িও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। শনিবার মাশরাফির শাশুড়ির করোনা টেস্ট করানো হয়। রোববার রাতে রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে মাশরাফির খালু ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক বলেন, “হ্যাঁ, মাশরাফির শাশুড়ি, শ্যালিকা রিপা ও রিপার মেয়ে আগামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওদের অবস্থা ভালোই আছে। যে কারণে হাসপাতালে নেয়া হয়নি। বাড়িতেই আইসোলেশনে আছে।”

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ