সুদানে ৩৮ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

‘উত্তেজক’ ও ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে ৩৮ জন মানবাধিকার কর্মী ও সাংবাদিককে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করেছে আফ্রিকান দেশ সুদান। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

অভিযুক্তদের মধ্যে সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্টরাও রয়েছেন। এদের মধ্যে অন্তত ২৮ জন সুদানের বাইরে বসবাস করেন।

দেশটির ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ এবং ৭৭ নাম্বার ধারা ও সাইবার-ক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় ওই সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দেশটির টেলিভিশন চ্যানেল সুদানিয়া২৪ এর খবরে বলা হয়, দেশে উত্তেজনা তৈরি, মিথ্যা সংবাদ প্রচার এবং জনগণের মাঝে অশান্তি তৈরির চেষ্টার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে আইনের এসব ধারায়।

দেশের মানুষের প্রতিবাদ-বিক্ষোভের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই সাংবাদিকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী ও ওষুধের দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় গত বছরের ১৯ ডিসেম্বর থেকে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। দেশটির ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশির এর কোন সুরাহা করতে পারছেনা।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: