এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবলার সেই বিনয়ী ছেলেটির মৃত্যু

না ফেরার দেশে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মোঃ তানভির হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওই ছাত্র লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে একজন বেশ পরিচিত মুখ ছিলেন। ভালো ফুটবল খেলতেন তিনি। ক্যাম্পাসে তিনি ভদ্র ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। সবসময় হাসিখুশি থাকতেন তিনি। তার মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তানভির হোসেনের এক ছোট ভাই ফেইসবুকে লিখেন, হল টিমের হয়ে ২ বছর একসাথে ফুটবল খেলেছি একসাথে অনেক ফুটবল ম্যাচ খেলা বাকি ছিল ভাই। কিন্তু দুর্ভাগ্য আর কোনোদিন খেলতে পারবো না। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। সবসময় খেলার মধ্যে বাহিরে হাসিমুখে কথা বলতেন। আপনার ব্যবহার ছিল অমায়িক ভাই।আপনাকে অনেক মনে পড়বে তানভীর ভাই। আপনাকে অনেক মিস করবো।

এভাবে তো চলে যাওয়ার কথা ছিল না ভাই। এ বছর হলে অনেক গোছানো একটা ফুটবল টিম ছিল। আপনার কথা ছিল এই টিমটাকে নিয়ে শিরোপার জন্য লড়বেন। আপনি ডাগআউটে দাড়াবেন আর আমরা মাঠে সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। আমরা একসাথে শিরোপা উঁচিয়ে ধরবো।আমরা একসাথে বিজয় উল্লাস করবো। সব কথা থেকে গেল আমাদের কিছুই করা হলো না। আপনি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন ভাই।

আপনার সম্পর্কে কেউ হয়তো খারাপ কিছু বলতে পারবে না। যখনই আপনাকে দেখেছি সবার সাথে সবসময় হাসিমুখে কথা বলতেন। ভালো মানুষেরা হয়তো পৃথিবীতে বেশিদিন বেঁচে থাকে না।

উল্লেখ্য, তনভীর ২০১৩-'১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন May 16, 2024
img
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় May 16, 2024
img
কানে প্রথমবারই নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা May 16, 2024
img
ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না: বাংলাদেশ ব্যাংক May 16, 2024
img
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু : প্রাণিসম্পদমন্ত্রী May 16, 2024
img
ডোনাল্ড লু’র বক্তব্যের পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই: কাদের May 16, 2024
img
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন May 16, 2024
img
বিমানবন্দরের কাছের ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন May 16, 2024
img
দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির গোপন সম্পদের মূল্য ২ হাজার ৬৩৬ কোটি May 16, 2024
img
সৌদি পৌঁছেছেন ২১ হাজার ৬৩ হজযাত্রী May 16, 2024