মোবাইল ফোনের অ্যাপে বিপদ বাড়ছে না তো?

সম্প্রতি একটি ছবি এডিটিং অ্যাপ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ব্যবহারকারীরা দারুণ দারুণ সব ছবি সম্পাদনা করছেন। এসব ছবি হয়তো দেখতে সুন্দর ও ব্যতিক্রমী। আবার বহু মানুষ একযোগে এধরনের ছবি নিজ নিজ ফেসবুক পাতায় প্রকাশ করায় এটা এখন একটা ‘ট্রেন্ড’-এ পরিণত হয়ে গেছে। যাকে খাঁটি বাংলায় বলা হয় ‘হুজুগ’। আমরা এধরনের নানা হুজুগে প্রায়ই গা ভাসিয়ে দেই। কিন্তু আমাদের চিন্তা-ভাবনায় আসে না, ট্রেন্ড বা হুজুগ দেখলেই তাতে ঝাঁপিয়ে পড়া আমাদের উচিত কিনা। অবাক হই, যখন দেখি অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরাও এধরনের ছেলেমানুষিতে মেতে উঠেন! তারা ভেবেও দেখেননা, হুটহুাট আলোচনায় আসা এ্যাপগুলো তো স্পাই এ্যাপও হতে পারে। আর যদি সেটায় হয়, তবে কি আমরা নিরাপদ?

এধরণের কর্মকান্ড নিয়ে আপনার/আমার এ ধরণের আপত্তির জবাবে একদল মানুষ বলেন, এনআইডি কার্ডের সব তথ্যই তো বাইরের দেশে চলে গেছে। এ্যাপ ব্যবহার করলে আর কিই বা হবে? অনেকেই বলেন, আমাদের ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ডের সব তথ্য ক্ষমতাধর দেশের হাতে চলে গেছে। বিষয়টি আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও এনআইডি কার্ড আছে। তাদের এনআইডি কার্ডও তো একই সার্ভারে সংরক্ষিত। কাজেই দেশের নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিরা কি নিজেদের সুরক্ষার কথাও ভাবেন না? অবশ্যই ভাবেন। কাজেই এনআইডি কার্ড নিয়ে আপত্তি অনর্থক।

আচ্ছা, আমরা ধরেই নিলাম আমাদের এনআইডি কার্ডের তথ্য বাইরে চলে গেছে। তারপরও এনআইডি কার্ডের প্রাপ্ত তথ্যের মাধ্যমে খুব একটা ক্ষতির সম্ভাবনা আছে কি? কারণ তাতে তো শুধু আমাদের ব্যক্তিগত তথ্য দেয়া রয়েছে। আমি বা আপনাকে যথাযথ ভাবে শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ (চোখের ছাপ) এনআইডিতে সংযুক্ত। কিন্তু আমাদের সেলফোন? সেলফোনে কি শুধু নিজের তথ্যই থাকে, নাকি আরও অনেক কিছুই তো থাকতে পারে? কাজেই সেলফোনের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে এনআইডি কার্ডের তথ্য বেহাত হওয়ার অজুহাত একেবারেই অযৌক্তিক।

বিশ্বে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা এখন চরমে। সুখ-সুবিধার পাশাপাশি তথ্যপ্রযুক্তির অবাধ প্রয়োগ ও ব্যবহার আমাদের জন্য হুমকিও বটে। যেমন- বিভিন্ন অ্যাপ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের চমকপ্রদ সুবিধা আমরা ভোগ করে থাকি। কিন্তু আমরা কি এসব অ্যাপ ব্যবহারের ক্ষতিকর দিকগুলো জানি? অনেকে জানি আবার বেশির ভাগ মানুষই হয়তো জানি না।

তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও তথ্যপ্রযুক্তিবীদরা বলছেন, পৃথিবীতে অনেক ধরণের স্পাই অ্যাপ ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। সাধারন মানুষ না জেনে না বুঝেই এসব অ্যাপ তাদের সেলফোন ও কম্পিউটারে ইন্সটল করে নেয়। এসব অ্যাপ কোনো ডিভাইসে (মোবাইল, কম্পিউটার, ট্যাব ইত্যাদি) ইন্সটল করার পর ওই ডিভাইসের সব গোপনীয় তথ্য ও সুরক্ষাপদ্ধতির তথ্য অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান তথা হ্যাকারদের হাতে চলে যায়।

এছাড়া আমরা মোবাইল ফোনে কি কথা বলছি, মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে কোন কোন ওয়েবসাইট পরিদর্শন করছি, কোথায় লাইক বা কমেন্টস করছি সেটাও নজরদারি করা যায় স্পাই অ্যাপ দিয়ে। পাশাপাশি আপনার/আমার মোবাইল ফোনে সেইভ করা কনট্যাক্টস নম্বর, স্টোরেজ করা ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ অন্যান্য ছবি এসব স্পাই অ্যাপের মাধ্যমে হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

এভাবে হ্যাকাররা খুব সহজেই মানুষকে বেকায়দায় ফেলে দেন। আর এসব অ্যাপ যদি কোনো দেশের গোয়েন্দাবাহিনীর মিশন পরিচালনার জন্য তৈরি করা হয়ে থাকে, তবে পরিণতি বুঝতে পারছেন তো? কাজেই আসুন আমরা হুজুগে গা না ভাসিয়ে বরং সতর্ক ও সচেতন হই। সচেতন ও সংযত না হলে ঘোর বিপদ!

 

লেখক- শাহজাহান নবীন, সাংবাদিক

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024