করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল হায়দার (৫৪)। বুধবার রাত সোয়া ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। তিনি ওই হাসপাতালেই ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। আওয়ামী লীগের প্রয়াত সাংসদ ওবাইদুল হকের ভাতিজা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কমর্রত ছিলেন। বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

হাসপাতালটির পরিচালক জাহিদুর রহমান জানান, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় চিকিৎসক রফিকুল রোববার তাদের হাসপাতালেই পরীক্ষা করান। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তিনি ঢাকার মিপুরের পল্লবীর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে রফিকুলের শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল হায়দারের ছোট ভাই ও চট্টগ্রাম বিশ্ববিদালয়ের অফিসার্স সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ জানান, চার-পাঁচ দিন ধরে তার মেজ ভাই (রফিকুল হায়দার) জ্বরে ভুগছিলেন। তিনি ঢাকার মিরপুরের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তার করোনা শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মিরপুরের বাসা থেকে এনাম মেডিকেলে নেওয়া হয়। তখনো তিনি সাড়া দিচ্ছিলেন। নিবিড় পরিচর্যাকেন্দ্রে ঢোকানোর পর তার পালস পাওয়া যাচ্ছিল না। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে ৪০ জনের বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিএমএর তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ৩ হাজার ২৭৪ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক ১ হাজার ৩৫, নার্স ৮৮৫ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ১ হাজার ৩৫৪ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন : আজ মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী May 19, 2024
img
বেরিয়ে এলো জুজুৎসুর নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য May 19, 2024
img
চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে বেঙ্গালুরু May 19, 2024
img
রাসায়নিক খাতের উন্নয়নে দেশেই কারখানা তৈরি করতে চান ব্যবসায়ীরা May 19, 2024
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024