করোনায় আক্রান্ত সিলেটের ১৭১ পুলিশ সদস্য

সিলেটে করোনাভাইরাসে এ পর্যন্ত পুলিশের ১৭১ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একাধিক কর্মকর্তাসহ ৬৬ জন এবং জেলা পুলিশের রয়েছেন ৯২ জন। এছাড়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) রয়েছেন ১৩ জন। তবে এ পর্যন্ত সিলেটে করোনাক্রান্ত হয়ে কোনো পুলিশ সদস্য মারা যাননি। আক্রান্তদের বেশিরভাগই ১০ থেকে ১২ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। আক্রান্ত ১৭১ জনের মধ্যে ৬১ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। এর মধ্যে এসএমপির ১৪ জন ও জেলার ৪১ জন ও আরআরএফের ৬ জন রয়েছেন।

এসএমপি সূত্রে জানা গেছে, গত এক মাসে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন অতিরিক্ত উপ-কমিশনার, চারজন পুলিশ পরিদর্শক (ওসি), ৮ জন উপ-পরিদর্শক (এসআই)। অন্য ৫২ জনের মধ্যে কয়েকজন এএসআইসহ বাকি সবাই পুলিশ কনস্টেবল।

করোনা আক্রান্ত ৬৬ জনের মধ্যে ইতোমধ্যে ১৪ জন সুস্থ হয়ে আবার পুরোদমে দায়িত্বে ফিরে গেছেন। আর বাকি কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজন নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

তিনি জানান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া প্রতিনিয়ত অসুস্থদের খোঁজখবর নিচ্ছেন। তাদের জন্য ফলমুল পাঠাচ্ছেন। পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে বিভিন্ন উৎসাহমূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট জেলা পুলিশে তিনজন নারী পুলিশ সদস্যসহ ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৫ জনই বিশ্বনাথ থানা পুলিশের সদস্য। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন গোয়াইনঘাট থানায়। সেখানে আক্রান্ত হয়েছেন ১২ পুলিশ সদস্য।

জেলা পুলিশে আক্রান্ত ৯২ জনের মধ্যে দুই জন পুলিশ পরিদর্শক (ওসি), উপ-পরিদর্শক (এসআই) ১৬ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ১৩ জন ও বাকি ৬১ জনই কনস্টেবল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তের শুরু থেকে এখন পর্যন্ত পজিটিভ শনাক্ত হওয়া এই ৯২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন। বাকিদের মধ্যে কয়েকজন আছেন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং কয়েকজন আছেন নিজ বাসাতে আইসোলেশনে। তারাও সুস্থ হওয়ার পথে রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024