করোনায় কুমিল্লায় একদিনে শনাক্ত ১৬১ জন, মৃত্যু ৩

কুমিল্লায় একদিনে করোনাভাইরাসে রেকর্ডসংখ্যক ১৬১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৮ জনে। এছাড়া একদিনে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬৬ জনের। বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে সিটি করপোরেশনে ৩৭ জন, বরুড়ায় ১০ জন, চৌদ্দগ্রামে ৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭ জন, বুড়িচংয়ে ৯ জন, লালমাইয়ে ৭ জন, মুরাদনগরে ১৮ জন, নাঙ্গলকোটে ৯ জন, দেবিদ্বারে ১৯ জন, আদর্শ সদরে ৫ জন, চান্দিনায় ৫ জন, লাকসামে ৯ জন, মেঘনায় ১ জন, দাউদকান্দিতে ৫ জন, হোমনায় ৬ জন ও তিতাসে ৫ জন রয়েছেন।

এছাড়া জেলার লাকসাম উপজেলায় ১ জন, চান্দিনায় ১ জন ও নাঙ্গলকোটের ১ জনসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

জেলায় আক্রান্তের মধ্যে দেবিদ্বারে ২৫৫ জন, মুরাদনগর ২০৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৪৮ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৬১ জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দিতে ৯২ জন,বরুড়ায় ৭০ জন, বুড়িচংয়ে ১৩৮ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১০৯ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৬ জন, লালমাইয়ে ২৪ জন, চৌদ্দগ্রামে ১৮৮ জন, আদর্শ সদরে ৯৭ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৩৪৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৯৩৬ জনের। এর মধ্যে ২ হাজার ৩৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৬৬ জন এবং সুস্থ হয়েছে মোট ৬৯৭ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: