পরিস্থিতি যেমনই হোক জীবন চলবেই -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন স্থবির থাকতে পারে না। পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবন চলতে থাকবে। রোববার গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের কারণে এরই মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে আমরা হারিয়েছি। দেশবাসীকে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন মহামারী এ করোনাভাইরাস থেকে সবাইকে মুক্তি দেন।

করোনাভাইরাস জীবনের জন্য হুমকি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস বৈশ্বিক সমস্যা। মানুষ যেন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটিই আমরা চাই।

একনেকের বৈঠকে অংশ নেয়া মন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে দেশের উন্নয়ন কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখতে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ