করোনা রোগীর জন্য প্লাজমা দিলেন ডাক্তার ফেরদৌস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে চিকিৎসা দিতে দেশে আসা ডা. ফেরদৌস খন্দকার এবার করোনা রোগীর জন্য প্লাজমা দিলেন। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের ৮ম তলায় প্লাজমা ডোনেশন সেন্টারে প্লাজমা দেন তিনি। নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এ তথ্য ডা. ফেরদৌস নিজেই জানিয়েছেন।

এসময় তিনি প্লাজমা দেওয়ার মতো সক্ষম ব্যক্তিদের প্লাজমা দানে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে রোববার সকালে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টার থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে শেষে ছাড়া পান ডা. ফেরদৌস। সে খবরও তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন।

এর আগে বাংলাদেশর মানুষকে সেবা দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার গত রোববার (৭ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কোয়ারেন্টিনে নিয়ে যায়। ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাকে।

কোয়ারেন্টিন থেকে মুক্তি, যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন ডা. ফেরদৌস

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ