তরুণদের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা

ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে 'লেটস টক' অনুষ্ঠানে তরুণদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটির আয়োজন করছে 'সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ১৬ নভেম্বর নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন। সেই সাথে শুনবেন তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা।

অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এতে দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, সবসময়ই তরুণদের কথা শুনতে ও তাদের মতামতকে প্রাধান্য দিতে চেষ্টা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণেই তরুণদের সাথে তার এই আয়োজন।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। তিনি এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন।

'লেটস টক উইথ শেখ হাসিনা' অনুষ্ঠানটি হবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। গণভবন থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেশ কিছু টেলিভিশন চ্যানেল।

Share this news on:

সর্বশেষ