খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কেউ যদি কোথাও আর কোনো ধরনের খাল দখল করার অপচেষ্টা করে, তাহলে তাকে সব শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এখানে কে কোন দল করলো, কে কোন মতবাদের অনুসারী সেটা দেখার বিষয় নয়। আমাদের কাছে সে অবৈধ দখলকারী। এতে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুরে রাজধানীর পোস্তগোলা এলাকায় কুতুবখালী খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, বর্তমান অবস্থায় যদি কোথাও কোনও ধরনের খাল দখল করার অপচেষ্টা করা হয়, তাহলে সব শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

তিনি বলেন, ডিএসসিসিতে নতুন যুক্ত হওয়া ইউনিয়ন পরিষদগুলোর ৯৩ কিলোমিটার খালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ৭৪ কিলোমিটার খাল অবৈধ দখল থেকে উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, আমরা কুতুবখালী খাল পরিচ্ছন্ন করার জন্য এখানে এসেছি। এটাকে ক্ষুদ্র করে দেখার কোনও সুযোগ নেই। আমাদের মূল রাজধানী ঢাকা শহরের যেসমস্ত সমস্যাগুলো রয়েছে, সেটা লুকিয়ে আছে আমাদের নব সংযুক্ত ৮টি ইউনিয়নের মধ্যে। এই ইউনিয়নকে আমরা নগরায়নের মাধ্যমে মূল রাজধানীর সমস্যা সমাধান করতে পারবো। এখন এই ইউনিয়নগুলোর কি অবস্থা সেটা যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা।

ডিএসসিসি’র মেয়র বলেন, এই পানি সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট এই দায়িত্ব পালন করছে। তার অংশ হিসেবে কুতুবখালী খালের কাজ চলছে। এই খালটি দুই কিলোমিটারের মতো হবে। এখানে ৯৩ কিলোমিটার খাল রয়েছে। এটা দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে সবগুলো খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে।

সাইদ খোকন বলেন, বড় একটা সমস্যা হচ্ছে আমরা যখন খাল পরিষ্কার করে যাই এর দুই-তিন সপ্তাহ যেতে না যেতে সেই খাল আবার ময়লা আবর্জনায় ভরে যায়। বড় বিষয়টি হচ্ছে আমরা বাসা বাড়ির ময়লা আবর্জনা এই খালে ফেলি। অন্যান্য সব সেবা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছি। আমরাদের এটাও চেষ্টা থাকবে নগরবাসীকে সচেতন করার জন্য কাজ করবো। আমরা একটা সুন্দর ও বাসযোগ্য ঢাকা আগামী প্রজন্মের মধ্যে তুলে দিতে চাই।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024