রিজেন্ট কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে জাল সার্টিফিকেট দিতেন সাহেদ

করোনা শনাক্তের ভুয়া সনদ দিয়ে দেশে এখন বহুল আলোচিত সমালোচিত নাম ‘সাহেদ’। রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদের নামে দিনে দিনে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির তথ্য।

এবার রিজেন্ট কলেজ এবং রিজেন্ট বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেট দেয়ার তথ্য পাওয়া গেছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এসব তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে ব্রিফিংকালে আশিক বিল্লাহ বলেন, রিজেন্টের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার করতে সারাদেশে অভিযান চলছে।

র‌্যাবের এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতারণা জগতে এক কুখ্যাত নাম ‘সাহেদ’। তিনি তার প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাজেই জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। এমনকি রিজেন্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তিনি দিয়েছেন। এভাবেই তিনি মানুষ ঠকিয়ে গেছেন দিনের পর দিন।

তিনি আরো বলেন, নতুন করে অনেক অভিযোগই আমাদের কাছে আসছে। সাহেদের ব্যাপারে সর্বশেষ যে অভিযোগ এসেছে, সেটি হলো রিজেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেট বিতরণ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ