ইউনাইটেড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিনাসুদে অর্ধকোটি টাকা ঋণ!

করোনার এই সময়ে পড়াশোনা খরচ চালিয়ে নিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। শিক্ষার্থীদের বিনা সুদে অর্ধকোটি টাকা শিক্ষা ঋণ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসে শুরু হওয়া সামার সেমিস্টারে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, কয়েক বছর আগে শিক্ষার্থীদের জন্য সুদবিহীন শিক্ষা ঋণ সেবা চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরগুলোতে প্রতি সেমিস্টারে ৫-১০ লাখ টাকা শিক্ষা ঋণ হিসেবে দেয়া হত। তবে এ বছর নভেল করোনা মহামারীর কারণে শিক্ষা ঋণের পরিধি বাড়ানো হয়েছে। এবার সামারে দুই শতাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে।

ইউআইইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক মনজুরুল হক খান বলেন, সামার সেমিস্টারে শিক্ষার্থীভেদে ১০ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেয়া হয়েছে। এ সেমিস্টারে শিক্ষা ঋণ পাওয়ার জন্য শিক্ষার্থীরা আরো এক সপ্তাহ আবেদন করতে পারবে। সে হিসাবে ধরে নেয়া যায়, আরো কিছু শিক্ষার্থী আবেদন করতে পারে। তাহলে শিক্ষা ঋণের পরিমাণ ৫০ লাখও ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

ইউআইইউ ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, এ সেমিস্টারে আমরা দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দিয়েছি। কিন্তু সংকটে থাকা শিক্ষার্থী সংখ্যা আরো বেশি। অনেক শিক্ষার্থীই এ সেমিস্টারে রেজিস্ট্রেশন করেনি। শুধু ইউআইইউ নয়; সব বিশ্ববিদ্যালয়েরই চিত্র একই। তাই আমি মনে করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সরকারের উচিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু করা।

এদিকে শিক্ষার্থীদের জন্য বিনা সুদের ঋণ প্রদানে ইউআইইউর এ উদ্যোগকে খুবই প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের বিনা সুদে বা স্বল্প সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। ইউআইইউর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুসরণীয়। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের সুযোগ রয়েছে, তাদের উচিত এ ধরনের উদ্যোগ চালু করা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024