যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হামলার পরিকল্পনা, আটক চার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে মুসলমানদের ওপর বোমা হামলার পরিকল্পনা করায় তিন ব্যক্তি ও এক কিশোরকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। নিউইয়র্কের বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাসকারী ইসলামবার্গ নামে মুসলিম অধ্যুষিত এলাকায় তারা ওই হামলার পরিকল্পনা করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অভিযুক্তদের কাছ থেকে ঘরে তৈরিকৃত তিনটি বোমা ও প্রায় দুই ডজন বন্দুক পাওয়া গেছে বলে দাবী করেছে স্থানীয় গ্রিস শহর কর্তৃপক্ষ। মঙ্গলবার দেওয়া এক ব্রিফিং তারা এ তথ্য জানান।

আটক চারজন হলেন- ব্রায়ান কোলনারি (২০) অ্যান্ড্রু ক্রিসেল (১৮) ও ভিনসেন্ট ভেটোরমাইল (১৯) এবং ১৬ বয়সী এক স্কুলছাত্র (তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ)।

নিউইয়র্কে গ্রিস শহরের পুলিশ প্রধান প্যাট্রিক ফিলান জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তা পুলিশকে জানিয়ে দেয়। এরপর অভিযানে যায় পুলিশ।

প্যাট্রিক ফিলান আরও বলেন, এই অভিযানে তাদের বাসা থেকে তৈরিকৃত তিনটি বোমা শটগান ও রাইফেল এবং সবগুলোই বৈধভাবে সংগ্রহ করা হয়েছে। এই দলটি নিউইয়র্ক শহর থেকে ১৫০ মাইল উত্তরপশ্চিমের ক্যাটস্কেল পর্বতমালায় অবস্থিত ছোট শহর ইসলামবার্গে হামলার পরিকল্পনা করেছিল।

গ্রেফতারদের মধ্যে একজন ২০১৭ সালে একটি মসজিদে অগ্নিসংয়োগের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ