রাজশাহীতে খাবারে বিষ মিশিয়ে প্রবাসী স্বামীকে হত্যা করলেন স্ত্রী!

রাজশাহীর বাগমারা উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে খাবারে বিষ মিশিয়ে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আঙ্গুরি বেগমকে (৩৬) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহতের নাম শাহাদত হোসেন (৪৮)। তিনি ওই গ্রামের মৃত ওয়াহেদ বকশের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন।

নিহতের ছোট ভাই পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, তার ভাই দীর্ঘদিন ইরাকে ছিলেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে যান। ওই সময় বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ হয় তার। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। পরে ঈদের দুদিন আগে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।

তার অভিযোগ, রোববার দিবাগত রাতে স্ত্রী আঙ্গুরি বেগম খাবারের সঙ্গে বিষ মিশিয়ে শাহাদতকে খেতে দেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন শাহাদত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

টাকা আত্মসাৎ করতেই তার ভাইকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, নিহতের স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে মনে হয়েছে শাহাদত হোসেন অসুস্থ হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগেই তিনি পেন্টোনিক্স ট্যাবলেট ও কারমিনা সিরাপ খেয়েছেন। তার স্ত্রী এমনটি দাবি করছেন। আপাতত অপমৃত্যুর মামলা করে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
‘রামায়ণ’ সিনেমার সেট থেকে রাম-সীতার লুক ফাঁস Apr 28, 2024
img
তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Apr 28, 2024
img
রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী Apr 28, 2024
img
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ Apr 28, 2024
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত : কাদের Apr 28, 2024
img
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত Apr 28, 2024
img
আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি Apr 28, 2024
img
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা Apr 28, 2024
img
নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য Apr 28, 2024
img
শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন আজ Apr 28, 2024