করোনায় মারা গেলেন জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লার বাবা। আরেক সন্তান কাজরী। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ।

এর আগে ভোররাতে বিজরী বরকতুল্লা এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন।

বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’ প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। বিটিভিতে ছাড়াও তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: