সিরাজগঞ্জে জাতীয় পাটকলের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জুট মিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে কাজ করে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে।

জাতীয় জুট মিলের প্রকল্প প্রধান ও মহা-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, ফিনিশিং বিভাগে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে ব্যবস্থাপক (উৎপাদন) মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন তৈরির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমিনূল ইসলাম।

আরও পড়ুন...

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে আগুন

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: