কাশ্মীরে কারফিউ জারি করেছে মোদি সরকার

বিশেষ সাংবিধানিক মর্যাদা রদ করে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তের সিদ্ধান্তের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কাশ্মীরে কারফিউ জারি করেছে নরেন্দ্র মোদি সরকার। এর আগে গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার।

মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই কারফিউ বহাল থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিবি অনলাইন।

এ বিষয়ে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, তাদের কাছে তথ্য রয়েছে যে ৫ আগস্টকে কালো দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদদপুষ্ট কিছু গোষ্ঠী। এ পরিস্থিতিতে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। সহিংস বিক্ষোভ সংঘটিত হওয়ার বিষয়েও সুনির্দিষ্ট তথ্য রয়েছে। যে কারণে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট পুরো কাশ্মীর উপত্যকায় কারফিউ জারির কথা জানিয়েছেন।

তবে করোনা পরিস্থিতিতে অপরিহার্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কারফিউর মধ্যেও চলাচল করতে পারবেন বলে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: