কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিখোঁজ

কাশিমপুর কেন্দ্রীয় থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী পালিয়ে গেছে। গাজীপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার-২ থেকে ওই বন্দি নিখোঁজ হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন কারা কর্মকর্তা জানান, নিখোঁজ যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির নাম আবুবকর সিদ্দিক। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরের বাসিন্দা।

কারাগারের ওই কর্মকর্তা আরও জানান, ২০১১ সালে রাজশাহী কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন আবু বকর সিদ্দিক। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এরপর থেকে আবুবকর কাশিমপুর কারাগারেই ছিলেন।

তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারটি বড় হওয়ায় হয়তো আসামি আবুবকর ভিতরেই কোথাও লুকিয়ে আছেন।

জানা গেছে, এর আগে ২০১৫ সালের ১৩ মে কারাগার থেকে আত্মগোপনে চলে যান আবুবকর। সেসময় আবুবকর কারাগারের একটি সেফটি ট্যাংকিতে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।

 

টাইমস/এসএন

Share this news on: