রামমন্দির নয়, ভ্যাকসিন দরকার : দেব

ভারতের অযোধ্যায় বিতর্কিত রামমন্দির নির্মাণ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে সমালোচনা শুরু হয়েছে। বাদ যাননি পশ্চিমবঙ্গে তৃণমুল সাংসদ ও টালিউড সুপারস্টার দেব।

করোনাকালে অযোধ্যায় বিতর্কিত স্থানে রামমন্দির নির্মাণের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন নায়ক দেব। তিনি বলেন, বৈশ্বিক এই মহামারীর সময়ে রামমন্দির নিয়ে এত আড়ম্বরের কী যৌক্তিকতা আছে?

দেব আরও বলেন, কঠিন এই সময়ে যদি কোনো বাচ্চাকেও প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে ভ্যাকসিন চায়, রামমন্দির নয়।

এর পর দেব বলেন, মোদিজিকে আমার বেশ ভালো লাগে। গোটা দেশে তাঁর যে সমর্থন রয়েছে, আমি তার প্রশংসা করি। তবে আমি মনেকরি, করোনার এই কালে মন্দিরের চেয়ে ভ্যাকসিন জরুরি।

প্রসঙ্গত, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে একই জমিতে নির্মাণ করা হচ্ছে রামমন্দির। এরই মধ্যে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ভূমিপূজাও সম্পন্ন করেছে রাম অনুসারীরা। এ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনাও কম হয়নি। কিন্তু কোনো ভাবেই কট্টর বিজেপি সরকারকে আটকাতে পারেনি ধর্মনিরপেক্ষ ভারতীয়রা।

৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিপূজার মাধ্যমে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। এ মন্দির নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

এছাড়া ভারতে করোনা অতিমহামারীতে রূপ নিয়েছে। এরই মধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। টানা এক সপ্তাহ ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাতেও প্রতিদিন রেকর্ড গড়ছে ভারত। তথ্যসূত্র: এবিপি আনন্দ

 

টাইমস/এসএন

Share this news on: