ঢাকা উত্তরে মেয়র পদে আ.লীগের মনোনয়ন ২৬ জানুয়ারি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আগামী ২৬ জানুয়ারি দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইদিন কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের আসনেও উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা উত্তর সিটির মেয়র পদে নতুন করে মনোনয়ন দেয়া হবে। আগের প্রার্থী ফের দলের টিকিট পাবেন কিনা সেটা বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ড সবকিছু ঠিক করবে।

ঢাকা উত্তর সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের আসনেও উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন- দ্রুত সংশোধন হোন। এসব কোনোভাবেই সহ্য করা হবে না।

 

টাইমস/এক্স

Share this news on: