বগুড়ায় করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ জন। বগুড়া সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বগুড়া শ্রম ও কর্মসংস্থান অফিসের কর্মচারী (সাঁটলিপিকার) আব্দুল মান্নান (৪৫) হাসপাতালে শনিবার মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১১ আগস্ট ওই হাসপাতালে ভর্তি হন। এছাড়া শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা আব্দুস সামাদ (৭০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের শামছুদ্দিন (৫৫) শনিবার একই হাসপাতালে মারা যান।

এ ছাড়া শনিবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন শিউলি ইসলাম (৪৮) নামে এক মহিলা মারা গেছেন। তিনি বগুড়া সদরের মধ্য কাটনারপাড়ার নজরুল ইসলামের স্ত্রী। গত ৫ আগস্ট নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী উপনির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বুধবার এখানে ভর্তি হন নওগাঁর এক শিল্পপতি। পরের দিন জানা যায় তিনি করোনা পজিটিভ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

রবিবার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩১৫টি নমুনা বগুড়ার দু'টি পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন ৬৮ জন নতুন করোনা সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সারিয়াকান্দি, ২জন সোনাতলা, ২জন আদমদিঘী,কাহালু ২ জন,শেরপুর ৭ জন, ধুনট ৩ জন, গাবতলী ২ জন, শাজাহানপুর ৫ জন ও বগুড়া সদর উপজেলার বাসিন্দা ৪৩ জন।


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ