শিল্পঋণ খেলাপি ৪৩ হাজার ৬২০ কোটি টাকা

শিল্প খাতে ব্যাংকগুলোর বেড়েছে ঋণের পরিমাণ। কিন্তু নানা অনিয়ম-অব্যবস্থাপনায় বিতরণ করা ঋণ আর আদায় হচ্ছে না। ফলে ঋণের বড় অংশই খেলাপি হয়ে পড়েছে। যা টাকার অংকে ৪৩ হাজার ৬২০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বড় শিল্পে ঋণ কেলেঙ্কারি বেশি। ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

তারা জানান, মোট শিল্প ঋণের ৮১ দশমিক ৫৫ শতাংশ বিতরণ হয়েছে বড় শিল্পে। টাকার অংকে যা ৭৭ হাজার কোটি। অন্যদিকে মাঝারি শিল্পে বিতরণ হয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ এবং ক্ষুদ্র শিল্পে মাত্র ৮ দশমিক ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালের সেপ্টেম্বর শেষে শিল্প খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ১৮৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৪৩ হাজার ৬২০ কোটি টাকা; যা এ খাতে বিতরণ করা ঋণের ৯ দশমিক ৭৩ শতাংশ।

জুলাই-সেপ্টেম্বর সময়ে শিল্প খাতে মোট ৯৪ হাজার ৪২০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় বিতরণ বেড়েছে ১৩ হাজার ৭৬ কোটি টাকা বা ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ। এর মধ্যে মেয়াদি ঋণ ১৯ হাজার ১১১কোটি টাকা। আর চলতি মূলধন বিতরণ করা ঋণ ৭৫ হাজার ৩০৮ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ২৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শিল্প ঋণের ৭৭ দশমিক ৪০ শতাংশ জোগান দিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। বিদেশি ব্যাংকগুলো দিয়েছে ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানার ৬ বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ৬ দশমিক ১৮ শতাংশ। বিশেষায়িত দুই ব্যাংক এ খাতে ঋণ দিয়েছে ২ দশমিক ১৯ শতাংশ ঋণ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: