ডা. জাফরুল্লাহ'র বিরুদ্ধে এবার ধর্ম অবমাননার মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার চট্টগ্রামের একটি আদালতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল 'জয়নিউজ' এর সিইও বিপ্লব দে পার্থ এ মামলা করেন। তিনি ‘বিশ্ব সনাতন ঐক্যের’ সমন্বয়ক বলে জানা গেছে।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেয়ার এ অভিযোগ করা হয়। বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মিথুন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, অভিযোগ দায়েরের পর আদালত অভিযোগ আমলে নিয়ে তার ওপর শুনানি করবেন। শুনানির পরে আদালতের আদেশের মাধ্যমে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হতে পারে।

আইনজীবী মিথুন বিশ্বাস আরও জানান, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এতে সনাতনী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

 

টাইমস/এসএন

Share this news on: