ঝিনাইদহে ‘আনসার আল ইসলামের’ দুই সদস্য আটক

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’-এর দুই সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।

আটক দুইজন হলেন- সদর উপজেলার সাগান্না গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইনামুল হক ও একই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মো: সিরাজুল ইসলাম।

পুলিশ সুপার জানান, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ঢাকার সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা পুলিশের সহযোগিতায় রোববার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি মোবাইল ফোন, ২৪টি মোবাইল সিম কার্ড, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, হোম মেড রিচার্জবল টর্চ লাইট, মোবাইল ব্যাটারী, বৈদ্যুতিক সুইচসহ মওদুদীর লেখা জেহাদী বই।

সংবাদ সম্মেলনে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ঢাকার সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, আটক করা ব্যক্তিরা জঙ্গী কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়ার পরে এ অভিযান পরিচালনা করা হয়। এরা বেশী শক্তিশালী এক্সপ্লোসিভ তৈরির বিষয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করে আসছিল। তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে জঙ্গীদের ওপর নজর রাখছেন তারা। এরই ধারাবাহিকতায় ওই দুই ব্যক্তির বিষয়ে জানাতে পারেন এবং ঝিনাইদহের পুলিশ সুপারের প্রত্যক্ষ সহযোগিতায় সাবধানতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে স্থানীয় সদর থানায় এটিইউ পরিদর্শক সাইদুর রহমান বাদি হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সদর থানার ওসি মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেনসহ ঢাকা থেকে আসা এটিইউ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: