নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ইসরাইলকেই বেছে নিয়েছে আমিরাত –ইরান

দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নই আরব আমিরাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা আগের চেয়ে মোটেও শক্তিশালী হবে না। বরং ইসরাইল আরব আমিরাতের জন্যই ঝুঁকির কারণ হয়ে দাড়াবে।

সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ ফ্যাকাল্টির এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন জাওয়াদ জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমিরাত নিজের নিরাপত্তা কিনতে ইসরায়েলের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কিন্তু তারা ভুলে গেছে, ইসরাইল-ই তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। কারণ ইসরাইল নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারেনি।

মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর এসব কথা উপলব্ধি করা উচিত, যে তারা বহিঃশক্তির কাছ থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বরং এ অঞ্চলের সবগুলো দেশ সম্মিলিতভাবে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে।

ইরানের শীর্ষ এ কূটনীতিক বলেন, যেকোনও দেশকে তার প্রতিবেশীদের নিয়েই বসবাস করতে হবে। এর কোনও বিকল্প নেই। আঞ্চলিক দেশগুলোই একে অপরের সহযোগিতার জন্য যথেষ্ট।

এর আগে ১৩ আগস্ট ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এক সমঝোতায় উপনীত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে উভয় দেশ এই সমঝোতায় পৌছে। এরপর থেকেই আরব আমিরাতের সঙ্গে ইরান ও তুরস্কের সম্পর্কের অবনতি শুরু হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024