কুমিল্লায় নিহত শ্রমিকদের আর্থিক সহায়তার ঘোষণা

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।

নিহতদের পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে ভোরে কয়লাভর্তি ট্রাক থেকে কয়লা নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎ ট্রাকটি উল্টে শ্রমিকদের ঘরের ওপর পড়ে।

এসময় বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে থাকার কারণে ১২ শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

 

টাইমস/এমএএইচ/এক্স

Share this news on: