২০১৮ সালে সড়কে ঝরেছে ৭ হাজার ২২১ প্রাণ

২০১৮ সালে সারা দেশে পাঁচ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় সাত হাজার ২২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া পঙ্গুত্ববরণ করেছেন অন্তত সাড়ে ১৫ হাজার ব্যক্তি। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে ২০১৮ সালে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদন তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়লেও প্রাণহানির সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য কমেছে। ২০১৭ সালে সারা দেশে চার হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত হন সাত হাজার ৩৯৭ জন।

সড়কে চালকদের জবাবদিহি না থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

ট্রাক ও কাভার্ডভ্যানকে সবচেয়ে বেশি দুর্ঘটনাকবলিত যানবাহন বলে চিহ্নিত করেছে যাত্রীকল্যাণ সমিতি। অন্যদিকে মোটসাইকেল দুর্ঘটনার হার প্রায় ২৫ শতাংশ।

বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিংসহ কয়েকটি কারণ চিহ্নিত করেছে সংঠনটি।

অন্যদিকে, ২০১৮ সালে রেলপথে ৩৭০টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হন। আহত হন ২৪৮ জন। নৌপথে দুর্ঘটনার ঘটনা ঘটে ১৫০টি। এতে ১২৬ জন নিহত ও আহত হন ২৩৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩৮৭ জন।

গত বছর আকাশপথে পাঁচটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৫ জন ও আহত হয়েছেন ৩২ জন।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সড়ক, রেল, নৌ ও আকাশপথ সব মিলিয়ে মোট ছয় হাজার ৪৮টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাত হাজার ৭৯৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন।

এসব দুর্ঘটনা রোধে গণপরিবহন চালকদের প্রফেশনাল ট্রেনিং ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করাসহ কয়েকটি সুপারিশ করেছে সংগঠনটি।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024
img
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের গতি নামানো হলো ৬০-এ May 07, 2024
img
সূর্যকুমারের সেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই May 07, 2024
img
রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত May 07, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু May 07, 2024
img
উপজেলা পরিষদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন May 07, 2024