যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন লরা’র তান্ডবে ৬ জনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন ‘লরা’র তান্ডবে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাছ চাপা পড়ে মারা গেছেন ৪ জন। এছাড়া নৌকাডুবে একজন ও জেনারেটর বিস্ফোরণে একজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা হারিকেন ‘লরা’র তান্ডবে অন্তত ৫ লাখ বাড়ি বিদ্যুৎ-বিহীন হয়ে পড়েছে। এছাড়া বহু গাছ-গাছালি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হারিকেন লরা লুইজিয়ানায় আঘাত হেনে এখন আরাকানসাসে অবস্থান করছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস রয়টার্সকে জানান, যে পরিমাণ ধ্বংসাত্মক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল সেরকম হয়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহের শেষেই ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শন করবেন বলে জানা গেছে। লুইজিয়ানার গভর্নর জানান, ঘূর্ণিঝড় লরার কারণে রিপাবলিকান সম্মেলনে বক্তৃতা না দিয়ে বৃহস্পতিবারই ট্রাম্প লুইজিয়ানায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ