শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রতিদিন ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। পদ্মা নদীতে নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

তিনি জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী এই নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নৌরুটে বর্তমানে ৮টি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় আছে ৫০টির মতো যাত্রীবাহী বাস।

শুক্রবার রাত ৩টায় শিমুলয়া থেকে কাঠাঁলবাড়ী যাওয়ার পথে ২৫টি গাড়িসহ ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজং টার্নিংয়ে ডুবোচরে আটকা পড়ে। শনিবার বেলা ২টায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে এই পথে রাতে অনির্দিষ্ট কালের জন্য ফেরি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: