এবার ইসরাইলের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এবার দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাভেদ আল নাহিয়ান শনিবার এক রাজকীয় আদেশে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। খবর আরব নিউজের।

এর ফলে দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলো। আগামী সোমবার ইসরাইল থেকে প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইট আবুধাবি বিমানবন্দরে অবতরণ করবে। আমিরাত থেকে মঙ্গলবার তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো যাত্রীবাহী বিমান চালু হবে।

গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত-ইসরাইলের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয় আমিরাত। এ ঘটনাকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে আরব দেশগুলো। বিশেষ করে তুরস্ক ও ইরান ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করে। এর আগে মিসর ও জর্ডান মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত দখলদার এ দেশটিকে স্বীকৃতি দেয়।

 

টাইমস/এসই/এইচইউ

Share this news on:

সর্বশেষ