খুলনায় ঠিকাদারের করা চাঁদাবাজি মামলার ৪ আসামি গ্রেপ্তার

খুলনায় ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আবু সাঈদ, ইসমাইল মল্লিক, মেহেদী হাসান ও সাইফুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মনিরামপুর ও বাগেরহাটের রামপাল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত চাঁদাবাজদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার খুলনা নগরীর পূর্ব বানিয়া খামার এলাকার ঠিকাদার ইউসুফ আলীর বাসায় ঢুকে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় ইউসুফ আলী তার ব্যবহৃত লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে এক শিশুর পায়ে লাগে। এঘটনায় চারজনকে আসামি করে খুলনা থানায় মামলা করেন ঠিকাদার ইউসুফ আলী।

এব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. শাকিলুজ্জামান বলেন, সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চাঁদাবাজির ঘটনার সঙ্গে আমরা চারজনের সংশ্লিষ্টতা পেয়েছি। এরই মধ্যে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চাঁদাবাজ চক্রের পেছনে কারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: