মানবপাচার মানি লন্ডারিং মামলা : এমপি পাপুলের ভাইকে কুয়েতে তলব

মানবপাচার, মানি লন্ডারিং ও ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুরের এমপি মো. শহীদ ইসলাম পাপুলের ভাইকে তলব করেছে দেশটির তদন্ত কমিটি। কুয়েত সরকারের উচ্চ পর্যায়ের ওই তদন্ত কমিটি এরই মধ্যে নানা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।

কুয়েত ভিত্তিক গণমাধ্যম আল-রাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ ইসলাম পাপুলের কাছ থেকে প্রাপ্ত নতুন তথ্য অনুযায়ী তার ভাই কাজী বদরুলকে তলব করেছে কুয়েতের তদন্ত কমিটি।

এর আগে গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে পাপুল তার অপরাধজগতের সব তথ্য প্রকাশ করে। এরপর একে একে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, এসব অপকর্ম করতে পাপুল কুয়েতের একাধিক প্রভাবশালী সরকারি কর্মকর্তাদের সহায়তা পেয়েছেন। বিপুল পরিমাণ ঘুষের মাধ্যমে কুয়েতের কর্মকর্তাদের হাত করেছেন পাপুল।

এদিকে কুয়েত টাইমস জানিয়েছে, পাপুলের স্ত্রী এবং অন্যদের সঙ্গে তার ভাই কাজী বদরুলও মানবপাচারের সঙ্গে জড়িত। তাই বদরুলকে কুয়েতে হাজির হতে বলা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: