আপাতত বাড়ছে না ট্রেনের ভাড়া: রেলমন্ত্রী

যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, করোনা মহামারীর কারণে এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না। তবে ভবিষ্যতে করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে গেলে ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সোমবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে খুব কম খরচে গ্রাম থেকে শহরে এবং গ্রাম থেকে ঢাকায় উৎপাদিত পণ্য নিয়ে আসতে পারবে কৃষক। এতে কৃষক লাভবান হবে। পাশাপাশি রাজধানীসহ অন্যান্য শহরের মানুষও কম দামে মানসম্পন্ন ও টাটকা কৃষিপণ্য কিনতে পারবে।

 

টাইমস/এসএন

Share this news on: