খুলনায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইদের ইটের আঘাতে একজন নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ইটের আঘাতে একজন নিহত হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম গাজী (৪০)। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

সোমবার সকালে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম বেতাগ্রামের মোক্তার গাজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলাম ও তার চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে ওই জমিতে সিরাজুল ইসলাম গোয়ালঘর তৈরি করতে যান। এ সময় তার চাচাতো ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মাথায় ইটের আঘাতে সিরাজুল ইসলাম মারা যান।

ওসি আরও বলেন, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সিরাজুল ইসলামের চাচাতো ভাই হাসান গাজী ও তার মা ফুলমতি বেগমকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: