সাইবার হামলার আশঙ্কা, রাতে এটিএম বুথ বন্ধের নির্দেশ

সাইবার হামলার আশঙ্কায় সোমবার দিবাগত মধ্যরাত থেকে দেশের সব ব্যাংকের এটিএম বুথ সেবা বন্ধ রয়েছে। তবে কোনো কোনো ব্যাংক রাত ১০টা থেকে সকাল পর্যন্ত বুথ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটিএম বুথগুলো এই নিয়মে চলবে বলে জানা গেছে।

এরই মধ্যে অনেক ব্যাংকের বুথের সামনে নতুন নির্দেশনা সম্বলিত নোটিশ টানিয়ে দেয়া হয়েছে। তবে আকস্মিক ভাবে এটিএম বুথের সেবা সীমিত করার কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।

বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, উত্তর কোরিয়ার ‘বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক আভাস দিয়েছে। ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সাইবার হামলার ব্যাপারে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরই সব ব্যাংক তাদের এটিএম বুথ সার্ভিস নিয়ন্ত্রণ শুরু করে।

 

টাইমস/এসএন

Share this news on: