মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তি দিবেন আরও তিন পুলিশ সদস্য

মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বুধবার সকাল ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহর আদালতে আসামিদের হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া চার আসামি হলেন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আবদুল্লাহ আল মামুন।

এর আগে সকাল ১০ টায় র‌্যাব হেফাজতে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে এই চারজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল বলেন, আদালতে হাজির করার পর সোয়া ১১টার দিকে এএসআই লিটন মিয়া ও আবদুল্লাহ আল মামুন জবানবন্দি দেয়। পরে কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল সাফানুর করিমের জবানবন্দি রেকর্ড করেন আদালত।

এর আগে প্রথম দফায় মেজর সিনহা হত্যা মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দ্বিতীয় দফায় মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত জবানবন্দি দেয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। মামলার সব আসামি এখন কারাগারে রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: