তারেককে ফিরিয়ে আনতে কাজ করছে আইন মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ যেসব অপরাধী বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় শুভেচ্ছা জানাতে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসন ব্লেক বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাজ্যের ভূমিকা যথেষ্ট ইতিবাচক। তারাও চায় রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় দেশে ফিরে যাক।

পরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংলাপের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে ঘটনার তদন্তের আহবান জানান তিনি।

 

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ