মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৮, আহত ৩০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।

ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

ভারতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিটিভিকে জানিয়েছে, ভবন ধসের সঙ্গে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। তারা প্রায় ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়। এখন পর্যন্ত ধসে পড়া ভবনের নিচে অন্তত ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ